উজানটিয়ার পশ্চিমে বয়ে গেছে কুতুবদিয়া নদী এবং কুতুবদিয়া দীপ অবস্থিত । দক্ষিণে বঙ্গোপসাগর এবং মাতারবাড়ী, দলঘাঠ,মহেশখালী ও সোনাদিয়া দীপ।
পূর্বে বয়ে গেছে মাতামুহুরী নদী ।উত্তরে মগনামা ইউনিয়ন । এ ইউনিয়নের শতকরা ৯০ ভাগ লোক চাষের সাথে জড়িত,এবং
লবণ চাষ করে তারা জীবিকা র্নিবাহ করে।বর্ষা মৌসুমে তারা চিংড়ির চাষ করে থাকে ।
মোট আয়তন
২৮.৭৪ বর্গ কি.মি.
ডিজিটাল মেপ:-
বিভাগ,জেলা,উপজেলা,ও ইউনিয়ন দেখানোর জন্য এখানে ক্লিক করুন ।
http://www.lged.gov.bd/ViewMap.aspx
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস